আগ্রা : সোমবার (Monday) দুপুরে উত্তরপ্রদেশের (Uttarpradesh) আগরায় (Agra) ভেঙে পড়ল যুদ্ধবিমান (Fighter Aircraft)। খোলা মাঠে আছড়ে পড়ে বিমানটি (Flight), যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
সোমবার দিন হঠাৎই আগরার কাছে আছড়ে পড়ে বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধ বিমান। দুর্ঘটনার জেরে বিমানের পাইলট নিজেকে ‘ইজেক্ট’ করে বিমান থেকে ছিটকে বের হন। যার জেরে প্রাণে বাঁচেন পাইলট। নইলে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল। যুদ্ধবিমান আছড়ে পড়ায় তৎক্ষণাৎ বিমানে আগুন ধরে যায়। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আরও পড়ুন : নেই যিশু, নীলাঞ্জনার পার্টিতে কারা কারা উপস্থিত?
বিমান বাহিনী সূত্রে খবর, পাঞ্জাবের আদমপুর থেকে উড়ে আগ্রার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। নিয়মিত চলছিল মহড়া। ঠিক তখনই ঘটে বিপর্যয়। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎতি তারা শুনতে পান বিস্ফোরণের বিকট আওয়াজ । ঘটনাস্থলের দিকে ছুটে গিয়ে দেখেন বিমান জ্বলছে দাউ দাউ করে। প্রত্যক্ষদর্শীরা ঘটনার দৃশ্য নিজেদের ক্যামেরা বন্দিও করেন।
তথ্য অনুসারে, গত ৬০ বছরে কম করেও চারশো বার দুর্ঘটনার মুখে পড়েছে মিগ যুদ্ধবিমান। বিমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দেড়শোর বেশি পাইলটের। বহুবার মাঝ আকাশেই আগুন লেগে যায় বিমানে। আর এবার আগ্রায় আছড়ে পড়ে বিমান।
অন্য খবর দেখুন :