কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College & Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদ এবং আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর মধ্যেই ‘আজব’ পরামর্শ দিয়ে বিতর্কের সৃষ্টি করল অসমের (Assam) শিলচর মেডিক্যাল কলেজ (Silchar Medical College)। এ নিয়ে সমালোচনার মুখোমুখি হতেই তড়িঘড়ি সেই পরামর্শ বাতিলও করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
১২ অগাস্ট কলেজের প্রিন্সিপাল ডাঃ ভাস্কর গুপ্তার (Bhaskar Gupta) স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছিল, ছাত্রী মহিলা কর্মীরা যেন রাত্রিবেলা একাকী কোথাও না যান। খুব দরকার না পড়লে তাঁরা যেন হোস্টেল কিংবা থাকার ঘর থেকে না বেরোন। বেরতে হলেও তা আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়, অপরিচিত এবং অদ্ভুত আচরণকারীদের যেন অগ্রাহ্য করেন মহিলা চিকিৎসক এবং ছাত্রীরা।
আরও পড়ুন: সিবিআইয়ের মামলায় সুপ্রিম অস্বস্তি কেজরির, মিলল না জামিন
পরামর্শের বকলমে এই নির্দেশিকায় ক্ষুব্ধ হন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসক এবং ছাত্রীদের বড় অংশ। তাঁরা এই নির্দেশিকাকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। পড়ুয়াদের দাবি, ছাত্রীদের ঘরে বসে থাকার নির্দেশ না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা।
প্রতিবাদের মুখে পড়ে বাতিল হয়েছে এই নির্দেশিকা। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে নির্দেশিকা বাতিল হওয়ার ঘোষণা করা হয়েছে। এও জানানো হয়েছে, জাতীয় মেডিক্যাল কমিশন এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করে নতুন গাইডলাইন শিগগিরই দেওয়া হবে।
দেখুন অন্য খবর: