Friday, July 18, 2025
HomeScroll‘কংগ্রেসের সঙ্গে মত পার্থক্য আছে’ সময় আসলে বলব’, হঠাৎ কেন এই কথা...
Shashi Tharoor

‘কংগ্রেসের সঙ্গে মত পার্থক্য আছে’ সময় আসলে বলব’, হঠাৎ কেন এই কথা বললেন শশী থারুর?

বিদেশের মাটিতে মোদির প্রশংসা, দলের মধ্যে বিপাকে থারুর

Follow Us :

ওয়েবডেস্ক-  ‘দেশের সেবায় সব সময় প্রস্তুত আছি। দীর্ঘ ১৬ বছর ধরে আমি কংগ্রেসের (Congress) সঙ্গে যুক্ত। দলের সঙ্গে আমার কিছু মত পার্থক্য আছে। সেটা দলের আভ্যন্তরীণ বিষয়। তাই এই নিয়ে আলোচনা করতে চাই না। দেখা করে কথা বলা দরকার। সময় আসুক, কথা বলব। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরার জন্য কেন্দ্রের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ফিরে আসার পর তিনি সাংবাদিককদের বলেন, কংগ্রেসের সঙ্গে আমার মত পার্থক্য আছে,  সর্বদা দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে জাতির সেবা করতে প্রস্তুত আমি।

সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার সময় বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী মোদির (Naredra Modi) প্রশংসা করার পর দলীয় নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শশী থারুর।

আরও পড়ুন- ‘অপারেশন সিন্ধু’, ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে নিয়ে ভারতের মাটি ছুঁল প্রথম বিমান

শশী থারুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি দলের বিষয় নিয়েই কথা হয়েছে। যখন দেশের স্বার্থ সামনে আসে, তখন আমাদের দায়িত্ব দেশের সঙ্গে দাঁড়ানো। যখনই দেশের আমার সেবার প্রয়োজন হবে, আমি সর্বদা প্রস্তুত থাকব।

ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে থারুর বলেন, ইরান দীর্ঘদিন ধরেই আমাদের প্রতিবেশী এবং বন্ধু। ইজরায়েলও বহু বছর ধরে আমাদের অংশীদার এবং বন্ধু। আমি বিশ্বাস করি যে আমরা দুই দেশের মধ্যে শান্তি দেখতে চাই। কিন্তু এই পর্যায়ে, বিষয়টি আমাদের হাতে নেই, এবং আমরা যা করতে পারি তা হল মনোযোগ এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা।

দেখুন আরও খবর-

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39