কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পুনরুদ্ধার করা হল তথ্য সম্প্রচার মন্ত্রকের (Twitter account of the Ministry of Information and Broadcasting) হ্যাক হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্ট। সূত্রের খবর, বুধবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রকের ট্যুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। বদলে দেওয়া হয় ওই টুইটার প্রফাইলের ছবি ও নাম। হ্যাকারদের তরফ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটারের নতুন নাম দেওয়া হয় ‘এলন মাস্ক’।
শুধু নামই বদলে দেওয়া হয়নি, একের পর এক বিটকয়েনের (Bitcoin) লিঙ্ক পোস্ট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে। ওই লিঙ্কে টেসলার সিইও এলন মাস্কের (Tesla CEO Elon Musk) ছবিও ছিল। ওই লিঙ্ক পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘সামথিং অ্যামেজিং’।

যদিও কিছু সময়ের মধ্যেই টুইটারটি হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়। এলন মাস্ক থেকে পুনরায় নাম বদলে দেওয়া হয়। হ্যাকাররা যে সব টুইট করেছিল সেগুলিকেও সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি টুইট করে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কারা এই হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।

The account @Mib_india has been restored. This is for the information of all the followers.
— Ministry of Information and Broadcasting (@MIB_India) January 12, 2022
আরও পড়ুন- Narendra Modi: তরুণরাই দেশে পরিবর্তন আনবে, যুব উৎসবের সূচনায় বললেন মোদি
এর আগে ১২ ডিসেম্বর নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট (PM Modi’s Twitter Account Hacked) হ্যাকড হয়। ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের খবর পেয়েই দ্রুত নড়েচড়ে বসে টুইটার কর্তৃপক্ষ৷ অভিযোগ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সমস্যা মিটিয়ে পুনরায় চালু করা হয় মোদির (Narendra Modi Twitter) টুইটার অ্যাকাউন্ট৷ পরে সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি সেটি আরও সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে৷