skip to content
Thursday, May 1, 2025
Homeদেশমোদীর বৈঠকের আগে আলোচনার দাবি মেহবুবার

মোদীর বৈঠকের আগে আলোচনার দাবি মেহবুবার

Follow Us :

শ্রীনগর: ফের পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করার দাবি তুললেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ তাঁর দাবি, ইমরান খান সরকারের সঙ্গে আলোচনা শুরু করে কাশ্মীরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনুক কেন্দ্র৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল৷ তাঁদের মতে, মোদীর বৈঠকে কোন কোন ইস্যু তুলে ধরা হতে পারে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন কাশ্মীরের নেতারা৷

আরও পড়ুন: “যোগের উৎস নেপাল” ওলির দাবি ঘিরে বিতর্ক

আগামী ২৪ জুন উপত্যকার নেতাদের নিয়ে সর্বদল বৈঠক করবেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ তার আগে আজ মঙ্গলবার গুপকার জোটের নেতারা শ্রীনগরে ফারুক আবদুল্লার বাড়ি যান৷ বর্ষীয়ান সাংসদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মেহবুবা মুফতি এবং সিপিআই(এম) নেতা এম ওয়াই তারিগামি৷ আলোচনা শেষে ফারুক আবদুল্লা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁরা যোগ দেবেন৷ তিনি বলেন, ‘মেহবুবাজি, তারিগামি সাহেব এবং আমি সর্বদল বৈঠকে যোগ দেব৷ আশা করছি আমরা আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঠিক মতো তুলে ধরতে পারব৷’ তবে সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা ফিরিয়ে আনার দাবি থেকে তাঁরা যে সরছেন না তা স্পষ্ট করে দেন ফারুক আবদুল্লা৷

আরও পড়ুন: কাশ্মীরের জন্যই মজুত পরমাণু অস্ত্রঃ ইমরান

এর পরই পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করার দাবি তোলেন মেহবুবা৷ টেনে আনেন তালিবান প্রসঙ্গ৷ বলেন, ‘কেন্দ্রের আধিকারিকরা দোহা গিয়ে তালিবানের সঙ্গে যদি আলোচনা করে আসতে পারেন তাহলে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গেও আলোচনা শুরু করা যেতে পারে৷’ সম্প্রতি কেন্দ্রের আধিকারিকরা গোপনে দোহা যান এবং তালিবানের সঙ্গে বৈঠক করেন৷ যদিও কেন্দ্রের তরফে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷ এদিকে তালিবানের সঙ্গে বৈঠকের খবর পেয়ে কাশ্মীরের নেতারা পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের৷

RELATED ARTICLES

Most Popular