নয়াদিল্লি: ‘আমরা বলেছিলাম মণিপুর (Manipur), উনি ভেবে নিলেন করিনা কাপুর (Kareena Kapoor)’, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা পবন খেরার (Pawan Khera)।
বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকীর ১০০ বছরের পূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন বলি তারকা করিনা কাপুর। ছিলেন তাঁর স্বামী সৈইফ আলি, করিশ্মা কাপুর ও মা ববিতা। এই সাক্ষাতের পরেই কংগ্রেস নেতাকে পবন খেরা মোদিকে নিশানা করেন কটাক্ষ করেন।
আরও পড়ুন: ঝাড়গ্রামে বাঘিনী আতঙ্ক, একগুচ্ছ নির্দেশিকা জারি পর্যটকদের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি করিনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একটি ছবিতে প্রধানমন্ত্রীকে করিনার ছেলে তৈমুর ও জেহের জন্য অটোগ্রাফ দিতে দেখা যায়।
এদিকে মণিপুরের পরিস্থিতিতে নিয়ে সংসদে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন কংগ্রেসের নেতা কর্মীরা। বার বার তাঁরা মোদিকে মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেওয়ার জন্য সরব হচ্ছেন। এর জন্য সংসদের বাইরে অবস্থান বিক্ষোভও চালিয়ে যাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে করিনা কাপুরে সঙ্গে মোদির সাক্ষাৎ নিয়ে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা পবন খেরা।
দেখুন অন্য খবর: