নয়াদিল্লি: সোমবার সংসদে বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার বক্তব্য পেশ করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর ভাষণ নিয়ে তুমুল উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ শাসকদলের একাধিক নেতৃত্ব। এমনকী লোকসভার নথি (Loksabha Records) থেকে রাহুলের বক্তব্যের কিছু অংশ মুছে ফেলা হয়। তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর পৃথিবীতে সবকিছুই মুছে ফেলা হয়।
বিরোধী দলনেতা বলেন, “মোদিজির পৃথিবীতে সত্যকে মুছে ফেলা যায় কিন্তু বাস্তবে সত্যকে মোছা যায় না। আমি যা বলার বলেছি, এবং সত্যি বলেছি। ওরা যত খুশি মুছে ফেলতে পারে, সত্য সত্যই থাকবে।”
আরও পড়ুন: রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না, এনডিএ সাংসদদের মোদির বার্তা
এরপরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখে তাঁর মন্তব্যের মুছে ফেলা অংশ ফিরিয়ে আনতে অনুরোধ করেছেন রাহুল। তিনি জানিয়েছেন, সংসদে তিনি যা বলেছেন তা সত্য এবং বাস্তব অবস্থান। স্পিকারকে তিনি জানিয়েছেন, যেভাবে তাঁর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হয়েছে তাতে তিনি আশ্চর্য। এ প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) ভাষণের উল্লেখ করেছেন তিনি। রাহুলের দাবি, সেই ভাষণও ছিল অভিযোগে ভরা, অথচ আশ্চর্যজনকভাবে তা থেকে মাত্র একটিই শব্দ মোছা হয়েছে।
দেখুন অন্য খবর: