কলকাতাঃ রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে চোপড়ার ঘটনা। সামনে এল সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রসঙ্গও। মঙ্গলবার রাজ্যসভায় মোদি বলেন, বাংলায় প্রকাশ্য রাস্তায় মহিলার উপর অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। চারপাশে সবাই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। সন্দেশখালিতে কী ঘটেছে, আমরা তা দেখেছি। এর চেয়ে বড় দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে। বিরোধীদের মুখে তা নিয়ে কোনও কথা শোনা যায় না। তারা বেছে বেছে ঘটনা তুলে ধরেন। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নাম না করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, যিনি নিজেকে সবার চেয়ে বড় প্রগতিশীল নারীবাদী নেত্রী বলে মনে করেন, তিনিও মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এই ঘটনাগুলোর সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনে জুড়ে থাকা দলের সম্পর্ক রয়েছে বলেই কি তিনি চুপ, সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র শান্তনু সেন বলেন, এর আগেও তিনি বাংলার বদনাম করার পর যোগ্য জবাব পেয়েছেন। তাতেও প্রধানমন্ত্রীর লজ্জাবোধ নেই। তারপরও তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। বাংলায় চোপড়ার মতো ঘটনা ঘটলে তৃণমূল তার নিন্দা করে। তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও অভিযুক্ত পার পায় না। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। এখনও প্রধানমন্ত্রী মণিপুরের নারী নির্যাতন নিয়ে চুপ করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় নারীর সুরক্ষার জন্য যে সব কাজ করেছেন, প্রধানমন্ত্রীর তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।
আরও পড়ুন: সাহারা অর্থলগ্নি সংস্থার কর্মীর বাড়িতে ইডি হানা
এদিকে চোপড়া-কাণ্ডে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বুধা মহম্মদ নামে এক ব্যক্তিকে পুলিশ ধরে। সে তাজিমুল হকের ঘনিষ্ঠ বলে পরিচিত। রবিবার ভাইরাল হওয়া ভিডিওতে বুধাকে তাজিমুল ওরফে জেসিবির সঙ্গেই দেখা গিয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: