নয়াদিল্লি: আফ্রিকা (Africa) মহাদেশে মাঙ্কিপক্সের (Mpox) প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এবার সতর্ক হল ভারত সরকার। এয়ারপোর্টে সতর্কতা জারি, হাসপাতালে জরুরি বিভাগ তৈরি রাখার নির্দেশ দিল স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)। সূত্রের খবর, হাসপাতালগুলিকে বলা হয়েছে রোগীর শরীরে র্যাশ দেখা দিলে তাদের আইসোলেশন ওয়ার্ডে আলাদা করতে।
দিল্লির সফদারজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রোগীদের আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR) এবং নাক থেকে নমুনা সংগ্রহের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বিমানবন্দরগুলিকেও।
আরও পড়ুন: অজিত পাওয়ারকে কালো পতাকা দেখাল বিজেপি
দুই বছরের মধ্যে দ্বিতীয়বার জনস্বাস্থ্যে জরুরি সতর্কতা (Public Health Emergency) জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে যা যৌনমিলন সহ সাধারণ শারীরিক সংস্পর্শে আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
ভারতে এখনও কারও এমপক্সে আক্রান্ত হওয়ার খবর আসেনি। তবে পড়শি দেশ পাকিস্তানে গত ১৬ অগাস্ট তিনজনের এই জীবাণু সংক্রমণ ধরা পড়ে, তাঁরা তিনজনেই সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে গিয়েছিলেন। তার আগে আফ্রিকার বাইরে প্রথমবার সুইডেনে এমপক্সে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়।