ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় আলোচনায় উঠে এসেছিল আইএনএস বিক্রান্ত (INS Vikrant) এবং আইএনএস বিক্রমাদিত্যের (INS Vikramaditya) নাম। কারণ, এই দুই রণতরী ভারতীয় নৌ বাহিনীকে (Indian Navy) আরও বেশি শক্তিশালী করে তোলে। তবে এবার আরও ভয়ঙ্কর হল ভারতের নৌসেনা। কারণ, ভারতের নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক ফ্রিগেট আইএনএস তমাল (INS Tamal)। সেই দেখে এবার ভারতের ভয়ে কাঁপবে শত্রুরা।
রাশিয়ার ক্যালিনিনগ্রাদ শহরে অবস্থিত ইয়ান্তার শিপইয়ার্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই যুদ্ধজাহাজ হস্তান্তর করা হয়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, আইএনএস তমালই হবে বিদেশ থেকে কেনা ভারতের শেষ যুদ্ধজাহাজ। কারণ, ‘আত্মনির্ভর ভারত’ (Aatmanirbhar Bharat) এবং ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) কর্মসূচির আওতায় ভারত ইতিমধ্যেই নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক ফ্রিগেট নির্মাণে সক্ষমতা অর্জন করেছে। দেশিয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন শ্রেণির ফ্রিগেট বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন রয়েছে, যা ভারতের সামুদ্রিক প্রতিরক্ষাকে আরও সুসংহত ও শক্তিশালী করেছে।
আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন ট্রাম্প? বড় মন্তব্য জয়শঙ্করের
এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এতে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টি-রোল রাডার সিস্টেম, দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, পিন-পয়েন্ট টার্গেটিং-এর জন্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দ্রুতগতির ন্যাভাল মবিলিটি। এর ফলে এটি শত্রুপক্ষের বিরুদ্ধে মুহূর্তে প্রতিক্রিয়া দেখাতে এবং নির্দিষ্ট অবস্থানে ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, অনেক বছর আগেই আইএনএস তমাল নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছিল ভারত ও রাশিয়ার মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রকের সেই পুরনো বরাত অনুযায়ী রাশিয়া এটি নির্মাণ করেছে এবং সেই সূত্র ধরেই এই হস্তান্তর। তবে ভবিষ্যতে ভারত আর কোনও যুদ্ধজাহাজ বিদেশ থেকে কিনবে না বলেই ইঙ্গিত প্রতিরক্ষা মহলের। ভারতের পরবর্তী পরিকল্পনার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি বড় ডেস্ট্রয়ার, স্টেলথ ফ্রিগেট এবং এমনকি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ।
দেখুন আরও খবর: