ওয়েবডেস্ক: ফের শেয়ার বাজারে (Share Market) পতন। সেনসেক্স (Sensex) পড়ল ২২২৭ পয়েন্ট, প্রায় ৩ শতাংশ। নিফটির (Nifty) পতন ৭৪৩ পয়েন্ট বা ৩.২৪ শতাংশ। ধাতু, রিয়েলটি, গণমাধ্যম, গাড়ি, ওষুধ সহ সব সেক্টরের পতন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আইটি সেক্টর। ডলার লগ্নি ভারত থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল ভাবে।
একদিনে সিমেন্স কোম্পানির মুখ থুবড়ে পড়েছে, তারা খুইয়েছে ৪৩ শতাংশ শেয়ার মূল্য। ট্রেন্ট ১৫ শতাংশ, জিন্দাল স’ সাড়ে ১০ শতাংশ, ন্যাশনাল অ্যালুমিনিয়াম সওয়া ৮ শতাংশ, টাটা মোটরস সাড়ে পাঁচ শতাংশ শেয়ার মূল্য হারিয়েছে। এক দিনে কয়েক লক্ষ কোটি টাকা উধাও লগ্নিকারীদের।
আরও পড়ুন: ‘আর পরীক্ষা দেব না, সুপ্রিম কোর্টে যাব’ নেতাজি ইন্ডোর থেকে বার্তা চাকরিহারাদের
শেয়ার বাজারে নথিভুক্ত প্রায় ২,৫০০ কোম্পানির মধ্যে শেয়ার মূল্য কমেছে ২,৩১৮টি কোম্পানির। আজকের এই ঘটনাকে ১৯৮৭ সালের ‘Black Monday’ তুলনা করেছেন বিশেষজ্ঞরা। ওই বছরের ১৯ অক্টোবর এক ধাক্কায় মার্কিন শেয়ার বাজারে ২২.৬ শতাংশ পতন দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, ট্রাম্পের শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে এই ধস দেখেছে শেয়ার বাজারগুলি। সারা বিশ্বের অর্থনীতি জোর ধাক্কা খেয়েছে। বিশ্ব বাজারের আর্থিক বাজারের অস্থিরতাকে গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্পের বক্তব্য, বাজারে কী হতে চলেছে আমার জানা নেই। কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী হবে।
দেখুন অন্য খবর: