নয়াদিল্লি: ‘এমার্জেন্সি’ ছবিতে দৃশ্য বাদ কিংবা পরিবর্তনের সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটির সিদ্ধান্ত মেনে নিলেন কঙ্গনা রানাওয়ত (Kangana Ranaut)। এই মর্মে বম্বে হাইকোর্টকে (Bombay High Court) জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। বিতর্কিত ছবিটির মুক্তির ছাড়পত্র পেতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছবিটির সহ-নির্মাতা জি স্টুডিওজ (Zee Studios)। সেই মামলার শুনানি চলছে বিচারপতি বোর্জেস কোলাবাওয়ালা এবং বিচারপতি ফিরদোশ পুন্নিওয়ালিয়ার ডিভিশন বেঞ্চে।
আগের শুনানিতে সেন্সর বোর্ড তাদের আইনজীবী ডঃ অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে জানিয়েছিল, তাদের সংশোধন কমিটি ছবিটিতে কিছু দৃশ্য বাদ দিতে এবং বদল করবে। কিন্তু তা আদৌ করা সম্ভব কি না তা যাচাই করতে সহ-নির্মাতা সংস্থা কিছুটা সময় চেয়ে নেয়। সোমবার শুনানিতে জি স্টুডিওর আইনজীবী শরণ জাগতিয়ানি আদালতকে জানান, সেন্সর বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন কঙ্গনা এবং সংশোধন কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
আরও পড়ুন: জনসভায় অসুস্থ হয়েও জোরালো ভাষণ কংগ্রেস সভাপতির
তবে জাগতিয়ানি জানান, দৃশ্য বাদ কিংবা বদল কীভাবে ছবিতে কাজে লাগানো হবে তা দেখতে কিছুটা সময় প্রয়োজন। তাতে সেন্সর বোর্ডের আইনজীবী জানান, তাঁরা যা বদল করেছেন তাতে ছবির একটা মিনিটও ক্ষতিগ্রস্ত হবে না। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ছবিটি সেদিন মুক্তির জন্য ছাড়পত্র পায় কি না সেটাই দেখার।
দেখুন অন্য খবর: