কলকাতা: কর্মীদের কাজের সময় বাড়িয়ে ১৪ ঘণ্টা করার দাবিতে কর্নাটক সরকারের (Karnataka Government) দ্বারস্থ হল সে রাজ্যের আইটি সংস্থাগুলি (IT Firms)। জানা গিয়েছে, এ নিয়ে ক্ষোভে ফুঁসছে আইটি কর্মীরা, তাঁরা এই প্রস্তাবকে অমানবিক মনে করছেন। এর ফলে তাঁদের স্বাস্থ্যের ক্ষতি থেকে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, কর্নাটক রাজ্য সরকার ১৯৬১ সালের শপস অ্যান্ড কমার্সিয়াল এস্টাবলিশমেন্ট আইনে সংশোধন আনতে চলেছে। আইটি সংস্থাগুলি ওই সংশোধনীর আওতায় আসতে চেয়ে আবেদন জানিয়েছে। আবেদন মঞ্জুর হলে কর্মীদের দৈনিক কাজের সময় ১৪ ঘণ্টা (১২ + ২ ঘণ্টা ওভারটাইম) হয়ে যাবে আইনতই।
আরও পড়ুন: কেন্দ্র্রের সরকার বেশিদিন টিকবে না, একমত মমতা-অখিলেশ
বর্তমান শ্রম আইন (Labour Law) অনুযায়ী, সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত কর্মীদের কাজ করাতে পারে সংস্থা, সঙ্গে ওভারটাইম আরও ১ ঘণ্টা। আইটি সেক্টরের নতুন প্রস্তাবে বলা হয়েছে, আইটি/আইটিইএস/বিপিও সেক্টরের কর্মীদের ১২ ঘণ্টার বেশি কাজ করতে হতে পারে, তবে টানা তিনমাস ১২৫ ঘণ্টার বেশি হবে না। এই প্রস্তাব নিয়ে প্রাথমিক বৈঠক করেছে সরকার, এখনও বিবেচনার স্তরে আছে। ক্যাবিনেটে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যেই এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কর্নাটক স্টেট আইটি/আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন (KITU) বা কিটু। তারা জানিয়েছে, কাজের সময় বাড়ালে শিফটের সংখ্যা তিন থেকে কমে দুই হয়ে যাবে, ফলে এক তৃতীয়াংশ কর্মীর চাকরি চলে যাবে। একই সঙ্গে বর্ধিত ডিউটি আওয়ারের ফলে কর্মীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির কথা তুলে ধরেছে ওই সংগঠন।
দেখুন অন্য খবর: