ওয়েব ডেস্ক: দুর্ঘটনার কবলে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানি নগরের কাছে একটি ডাক্তারি পড়ুয়াদের আবাসনের উপর ভেঙে পড়ে বিমানটি। আর ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে স্থগিত রাখা হল কলকাতা ও আহমেদাবাদ রুটে সমস্ত বিমান চলাচল (Kolkata-Ahmedabad Flight)। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে কলকাতাগামী দুটি বিমান বাতিল (Plane Cancelled) করা হয়। এছাড়া দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা থেকে উড়ান শুরু করা একটি বিমান মাঝপথেই ফিরে আসে কলকাতায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি নেওয়া হয়। পাশাপাশি, আহমেদাবাদগামী বিকেল ৪টা ১০ ও রাত ৯টা ২৫ মিনিটের দুটি বিমানও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: আহমেদাবাদের ঘটনায় ‘ব্যথিত’ মোদি, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
অন্যদিকে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবারের দুর্ঘটনার পর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কোনও বিমান সেখানে এদিন আর অবতরণ বা টেক অফ করবে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এ দিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান (AI-171)। সূত্র অনুযায়ী, টেক-অফের কিছু পরেই, মাত্র ২১ মিনিটের মধ্যে, মেঘানি নগর এলাকার কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী। দুর্ঘটনার পর কারও জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
দেখুন আরও খবর: