কলকাতা: তৃতীয় এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সাধারণত বছরের শুরুর দিকে কেন্দ্রীয় বাজেট পেশ হয়। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে গিয়েছিল। বাজেটে এদিন বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এরপরেই তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কেন্দ্রীয় বাজেট নয়, এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা, অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা। দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই। শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট: দাম কমছে মোবাইল ফোন, সোনা, রুপোর
কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট।
বাংলাকে আবার বঞ্চনা।
অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা।
দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই।
শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।
কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 23, 2024
সরকার গড়তে এবার এনডিএ-র (NDA) শরিক দলদের উপর ভরসা করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। সে কারণেই নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) টিডিপি-র কাছে একাধিক মন্ত্রক যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক দখলে রেখেছিল বিজেপিই। বাজেটে কিন্তু নীতীশ এবং চন্দ্রবাবুকে খুশি করে দেওয়া হল।
বিহারের একাধিক সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর সঙ্গে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হল চন্দ্রবাবু রাজ্যকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্যই এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা।
দেখুন খবর: