ওয়েব ডেস্ক: প্রাণপ্রতিষ্ঠার ১৫ মাস পর এবার রাজ্যাভিষেক (Rajyabhishek) হবে রামলালার (Ramlala)। অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে ফের হতে চলেছে মহা-আয়োজন। রামমন্দির ট্রাস্ট (Ram Mandir Trust) সূত্রে জানা গিয়েছে, আগামী মে মাসে রাম মন্দিরের প্রথম তলায় ‘রামদরবার’ বা ‘রাজদরবার’ স্থাপন করার পরেই আয়োজিত হবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই রাজদরবার স্থাপনই হবে মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা।
রামমন্দির ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে যে, রামলালার রাজ্যাভিষেক অনুষ্ঠানের আগে মন্দিরের অসমাপ্ত প্রাচীর নির্মাণের কাজও শেষ করা হবে। নির্মাণ কাজের এই পর্ব শেষ হলে মন্দিরের পরিকাঠামোগত দিক থেকে তা সম্পূর্ণ রূপে প্রস্তুত বলে ঘোষণা করা হবে। অর্থাৎ, এবার পূর্ণতার পথে রামরাজ্যের এই বিশেষ মন্দরটি।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে ভারত সীমান্তে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ?
প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রামমন্দিরের উদ্বোধন করেন। তবে সেই সময়েই বিরোধীদের একাংশ অভিযোগ তোলে, মন্দিরের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যেই এই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে বলে দাবি করে বিরোধীপক্ষ। সেই সঙ্গে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান হিসেবে প্রাক্তন আইএএস অফিসার এবং প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন সচিব নৃপেন্দ্র মিশ্রের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়।
তবে রামদরবার স্থাপনের মাধ্যমে এবার অযোধ্যার রামমন্দির পূর্ণতা পেতে চলেছে। এর ফলে শুধু ধর্মীয় দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও এই ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, রাজ্যাভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান কতটা জাঁকজমকপূর্ণ হয় এবং তার প্রভাব আগামী রাজনৈতিক সমীকরণে কতটা পড়ে।
দেখুন আরও খবর: