ভোপাল: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় তাই এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্কুল ছাড়াও অনেক রাজ্য মদের দোকান খোলার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যপ্রদেশে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। যেখানে বলা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো সারা দেশে পালন করা হবে। একইসঙ্গে সরকারি অফিসও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে সরকার। ওইদিন মদের দোকানও বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ফের শীতের দাপট, আগামী কয়েকদিন ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গ
উল্লেখ্য, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অংশ নিতে পারেন, তার জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি প্রবীণ জারগার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানান। পাশাপাশি বিভিন্ন রাজ্যে যে সব কেন্দ্রীয় প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার কর্মচারীরাও এই ছুটি পাবেন। সমস্ত রাজ্যের মুখ্যসচিব-সহ সংশ্লিষ্ট সকলকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: