চেন্নাই: যৌনতায় অভিযুক্ত পরিবারের সদস্য অথবা পরিবার ঘনিষ্ঠদের ক্ষেত্রে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক রাষ্ট্র, অভিমত মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court)। অভিমত বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি আর পূর্ণিমা জানিয়েছেন, শিশুদের যৌন লালসার হাত থেকে রক্ষা করতে রাষ্ট্রের অবিলম্বে উপযুক্ত আইন তৈরি করা দরকার। যাতে এমন ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্য অথবা ঘনিষ্ঠদের কঠোরতম সাজা দেওয়া যায়।
একই সঙ্গে এমন প্রবণতার বিরুদ্ধে টেলিভিশন চ্যানেল সহ সমাজমাধ্যমে প্রচার ও শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত সচেতনতা গড়ে তোলার প্রয়াস প্রয়োজন বলেও জানিয়েছে আদালত। ন্যায়ালয় আরও জানায়, হোস্টেল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নিয়মিত এই প্রসঙ্গে সফর করা দরকার, যাতে প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত প্রতিবিধান হয়।
আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও সব রাজ্যে সহকারী হাইকমিশনের নিরাপত্তা বাড়ছে
আদালতে দায়ের হওয়া মামলায় ক্ষতিগ্রস্তের চার মাস বয়সে বাবা মারা যায়। তার মায়ের দ্বিতীয় স্বামী দ্বারা দশম শ্রেণির ছাত্রীটি ছয় মাসের গর্ভবতী হওয়ার পর ঘটনা প্রকাশ্যে আসে। নিম্ন আদালতে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জমা পড়ে। কিন্তু হাইকোর্টের মাদুরাই বেঞ্চ (Madurai Bench) সে আবেদন খারিজ করে দেয় এবং শিশুদের উপর যৌন অপরাধে কঠোর হওয়ার ব্যাপারে জোর দেয়।
দেখুন অন্য খবর: