লখনউ: বারো বছরে একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ (Maha Kumbh Mela)। ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে (Prayaraj) শুরু হবে এই মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে গুজব রটেছে কুম্ভমেলায় যেতে পূণ্যার্থীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। বুধবার এই খবর উড়িয়ে দিয়ে ভারতীয় রেল দাবি করল ভিত্তিহীন খবর। মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে যাত্রীরা বিনামূল্যে ট্রেনে ভ্রমণ করতে পারবে এই ধরনের কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
রেলওয়ে মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মহা কুম্ভ মেলা বা অন্য কোনও অনুষ্ঠানে বিনামূল্যে ভ্রমণের কোনও ব্যবস্থা নেই। ভারতীয় রেলের (Indian Railways) নজরে এসেছে যে, কিছু মিডিয়া প্রচার করছে যে মহাকুম্ভ মেলায় রেল যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেবে, কিন্তু এই কথা সঠিক নয়।
আরও পড়ুন: ইনফোসিসের নতুন ক্যাম্পাস! উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেইসঙ্গে রেল জানিয়ে দিয়েছে বৈধ টিকিট ছাড়া ভ্রমণ কঠোরভাবে নিষিদ্ধ, শাস্তিযোগ্য অপরাধ। ভারতীয় রেল মহা কুম্ভ চলাকালীন যাত্রীদের জন্য নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী পরিচালনার জন্য বিশেষ হোল্ডিং এলাকা স্থাপন, অতিরিক্ত টিকিট কাউন্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সহ পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
কুম্ভ মেলা প্রতি তিন বছরে, অর্ধ কুম্ভ মেলা প্রতি ৬ বছরে এবং প্রতি ১২ বছর অন্তর মহা কুম্ভ মেলা। দেশ বিদেশ থেকে পূণ্যার্থীদের সমাগম হয়। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। ২০১৩ সালে শেষ মহাকুম্ভ হয়েছিল।
দেখুন অন্য খবর: