মুম্বই: মহরাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির মন্তব্যের জেরে নতুন করে বিতর্ক মারাঠা ভূমে। শুক্রবার এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ”গুজরাতি এবং রাজস্থানিরা মহারাষ্ট্র থেকে চলে গেলে, মুম্বাই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।” তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, রাজ্যপাল মারাঠি ভাবাবেগকে আঘাত করেছেন। আশা করি এবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এর বিরোধিতা করবেন। শুধু শিবসেনা নয়, সচিন সবন্তের মতো মহারাষ্ট্র কংগ্রেসের প্রথম সারির নেতাও কোশিয়ারির মন্তব্যের বিরোধিতা করেছেন। এ বিষয়ে কংগ্রেস নেতা নানা পাটোলে বলেন, অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ করা উচিত।
এই বিতর্কের মাঝেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি শনিবার তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, মুম্বাই ও মহারাষ্ট্রের উন্নয়নে মারাঠী মানুষদের অবদান কেউ অস্বীকার করবে না। আমার বক্তব্যের রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। মারাঠী জনগণকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।
আরও পড়ুন: মায়ের খুনে দোষী সাব্যস্ত বাবা, ছ’বছরের আইনি লড়াইয়ে জয় দুই বোনের
তিনি আরও বলেন, মুম্বই মহারাষ্ট্রের গর্ব এবং ভারতের আর্থিক রাজধানী। এর মানে এই নয় যে অন্য জাতিকে অসম্মান করা। আমি মহারাষ্ট্রের রাজ্যপাল হতে পেরে সম্মান বোধ করছি। তাই মারাঠী ভাষাও শিখছি। আমার ভাষণে শুধু গুজরাতি ও রাজস্থানি ব্যবসায়ীদের কথা বলা হয়েছে। তবে মারাঠী ব্যবসায়ীদের অবদানও অপরিসীম তা আমি অস্বীকার করিনি। তিনি বলেন, তাঁরা শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও শ্রেষ্ঠ। অযথা এটা নিয়ে জলঘোলা করা হচ্ছে।