মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)? সে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই কি একনাথ শিন্দের শিবসেনা, বিজেপি, অজিত পাওয়ারের এনসিপির জোট মহাযুতিতে (Mahayuti Allies) ভাঙন ধরতে চলেছে? গত লোকসভা ভোটে এই জোট মুখ থুবড়ে পড়েছে। তারপর থেকেই দূরত্ব বৃদ্ধি হয়েছে। কারণ ইতিমধ্যে অজিত পাওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে তাঁরা একাই লড়বেন। তাতেই এই জল্পনা বেড়েছে।
রবিবার চিনচুয়াদ শহরে এক বক্তব্যে অজিত পাওয়ার বলেন, মহাযুতির সদস্যরা স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়তে পারবেন। তবে তিনি অবশ্য এও বলেছেন আমরা লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহাযুতি সহযোগী। তবে তিনি মুখে তা বললেও রাজনৈতিক মহলে তাঁর এই বক্তব্যে জল্পনা ছড়িয়েছে।
আরও পড়ুন: অধিবেশনের আগে সাংসদদের দলের ঊর্ধ্বে ওঠার বার্তা প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, এর আগে আরএসএসের সঙ্গে যোগ থাকা এক মারাঠি সাপ্তাহিকে লোকসভা ভোটে বিপর্যয়ের জন্য অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে কাঠগড়ায় তুলেছে। ফলে সব মিলিয়ে মহারাষ্ট্রে বিজেপির জোট মহাযুতিতে সব কিছু ভালো চলছে না।
আরও খবর দেখুন