গুজরাতের বিধানসভা নির্বাচনে প্রয়াত শ্বশুরের আসনে মুখোমুখি লড়াই দুই বউমা’র? মইনপুরী লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন অপর্ণা যাদব। বৃহস্পতিবার সমাজবাদী পার্টি ডিম্পল যাদবের নাম ঘোষণা করেছে মইনপুরী আসনের উপনির্বাচনে জন্য। এই আসনটি পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর থেকে খালি ছিল। আগামী ৫ ডিসেম্বর এই আসনে উপনির্বাচন। সমাজবাদী পার্টি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, দল ডিম্পল যাদবকে মইনপুরী উপনির্বাচনের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এরই মাঝে ডিম্পলের বিরুদ্ধে বিজেপির বাজি হতে চলেছেন অপর্ণা যাদব।
রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে মুলায়মের ছোটি বহু অপর্ণার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। লোকসভা উপনির্বাচনে হতে পারে মুলায়মের দুই বউমার লড়াই।
গত ১০ অক্টোবর এসপি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ৮২ বছর বয়সে প্রয়াত হন। উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার নিজের জন্মস্থান সাইফাই গ্রামে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শবদেহ দাহ করা হয়।
আরও পড়ুন:Supreme Court: বিচারপতি নিয়োগে বিলম্ব, কেন্দ্রকে জবাব চেয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের নোটিস
রাজনৈতিক মহলের একামশের মত, ডিম্পলকে টিকিট দেওয়ার আসল কারণ অখিলেশ যাদব প্রায় পাঁচ বছর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী আর নির্বাচনে লড়বেন না। নির্বাচনে লড়ার সিদ্ধান্ত যে ডিম্পলেরই, তা অখিলেশ আগেই জানিয়েছিলেন। ডিম্পল দুইবারের সাংসদ। প্রথমে কনৌজ থেকে উপনির্বাচনে এবং তারপরে ২০১৪ সালের নির্বাচনে সাংসদ হয়েন।এই কেন্দ্রে অখিলেশের স্ত্রী ডিম্পল ছাড়াও তেজ প্রতাপ যাদব এবং ধর্মেন্দ্র যাদব মইনপুরী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। একদিন আগেই অলোক শাক্যকে মইনপুরীর নতুন জেলা সভাপতি বানানো হয় এসপির পক্ষ থেকে।
অন্যদিকে, গুজরাতের বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গুজরাট বিজেপির ইনচার্জ এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রার্থীতালিকা ঘোষণা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকেও টিকিট দেওয়া হয়েছে। তিনি বিজেপির টিকিটে জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।