কলকাতা: বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবু থামলেন না কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) গদিচ্যুত না হওয়া পর্যন্ত মরবেন না তিনি। জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) কাঠুয়া জেলায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন খাড়্গে। হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। মঞ্চে উপবিষ্ট নেতারা তাঁকে ধরে চেয়ারে বসিয়ে দেন।
এর কিছুক্ষণ পরেই মাইকে ফিরে এসে জোরালো ভাষণে কংগ্রেস নেতা বলেন, “আমরা অবশ্যই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেব এবং এর জন্য লড়াই করব। আমি এভাবে চলে যাব না। আমার ৮৩ বছর বয়স, কিন্তু খুব শিগগিরই মরব না। যতদিন না আমরা মোদিকে গদিচ্যুত করছি ততদিন আমি বেঁচে থাকব। আমি আপনাদের কথা শুনব এবং লড়াই করব।”
আরও পড়ুন: অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: হাইকোর্ট
नरेंद्र मोदी अग्निवीर योजना लेकर आए।
लेकिन अग्निवीर में…
• स्थायी नौकरी नहीं है
• पेंशन नहीं मिलती
• युवाओं को संरक्षण नहीं मिलताजब सेना में जगह खाली है तो मोदी सरकार स्थायी नौकरी क्यों नहीं देती?
: कांग्रेस अध्यक्ष श्री @kharge
📍 जसरोटा, जम्मू-कश्मीर pic.twitter.com/qfmS5ncPEf
— Congress (@INCIndia) September 29, 2024
জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রচার করতে জাসরোটায় গিয়েছিলেন খাড়্গে। কাঠুয়ার জনসভার পর উধমপুরের রামনগরেও প্রচারে যাওয়ার কথা আছে তাঁর। জম্মু-কাশ্মীর কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র শর্মা জানিয়ছেন, অসুস্থ বোধ করার পরে তাঁকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দেখেন চিকিৎসকরা। পরবর্তী জনসভায় তিনি উপস্থিত থাকতে পারবেন কি না তা চিকিৎসকরাই জানাবেন।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় বিধানসভা নির্বাচন চলছে জম্মু-কাশ্মীরে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৮ অক্টোবর। ৯০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনও দলকে ৪৬টি আসন জিততে হবে।
দেখুন অন্য খবর: