ইম্ফল: নাশকতার আবহেই মণিপুরে ফের চলল গুলি (Manipur Violence)। কুকি ও মেইতেইদের মধ্যে কোন্দলে উত্তপ্ত মণিপুরের জিরিবাম জেলা, নিহত কমপক্ষে ৫। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে টহল বাহিনীর। জানা গিয়েছে, ইম্ফলের উপরে ড্রোন হামলা চলছে। ফলে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি ডেরার খোঁজে একযোগে তল্লাশি চালাচ্ছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে জঙ্গিদের তিনটি বাঙ্কার।
আরও পড়ুন: আরজেডির সঙ্গে যাওয়ার জন্য কী বললেন নীতীশ কুমার?
জানা যাচ্ছে, গত শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সেনা কপ্টার মোতায়েন করেছে। নামানো হয়েছে অতিরিক্ত সেনাও। এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N. Biren Singh) রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল এল আচার্যের সঙ্গে। জানা গিয়েছে, রাজ্যপালকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে গত অগাস্ট মাসে সাফল্য পেয়েছিল সেরাজ্যের বিজেপি সরকার। জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দুই পক্ষই অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছিল বলেই মণিপুর সরকারের দাবি। মুখ্যমন্ত্রী বীরেন সিং শাসক জোটের সব দলের সঙ্গে একটি আপৎকালীন বৈঠক করেছিলেন। বৈঠকে বিজেপি ছাড়াও উপস্থিত ছিল নাগা পিপলস ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিরা।
আরও খবর দেখুন