নয়াদিল্লি: ১৭ মাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি দুর্নীতি মামলায় ৯ অগাস্ট সুপ্রিম কোর্ট (Supreme Court) জামিন দিয়েছিল তাঁকে। জেলমুক্তির পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সিসোদিয়া। তাতে জানান, এত দীর্ঘ সময় বন্দি থাকবেন তা ভাবতেই পারেননি তিনি। আপ নেতা আরও বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের জাল সাজানো হয়েছিল বিচারপ্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশ্যেই।
সিসোদিয়া বলেন, আমি জানি যে রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ চলতেই থাকে। তবে একজনকে গ্রেফতার করা এবং জেলে পাঠানোর জন্য নির্দিষ্ট কারণ থাকে। আপ নেতার দাবি, সেই নির্দিষ্ট কারণ তাঁর রাজনৈতিক ‘সক্রিয়তা’। তিনি সংস্কার করেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। এমন যাঁরা করেন তাঁদের জন্য লাল কার্পেট বিছানো থাকে না বলে মন্তব্য করেছেন সিসোদিয়া।
আরও পড়ুন: ডোডায় সেনা-জঙ্গি লড়াইয়ে শহীদ সেনা আধিকারিক
প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, এই কারণেই আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু আবগারি দুর্নীতি মামলায় ১৭ মাস জেলে থাকতে হবে তা কখনই ভাবিনি। ওরা (ইডি-সিবিআই) পিএমএ আইনে (PML Act) অভিযোগ এনেছিল। এই আইন প্রাথমিকভাবে জঙ্গি এবং মাদক-মাফিয়াদের অর্থ প্রধান বন্ধ করার জন্য… এই আইনে জামিন পাওয়া খুব শক্ত। তাই একমাত্র লক্ষ্য ছিল আমাকে দীর্ঘদিন জেলে আটকে রাখা।
সিসোদিয়া আরও জানান, জেলে যাওয়া তাঁর পরিবারের কাছে খুবই হৃদয়বিদারক ঘটনা ছিল, কারণ তিনি অসুস্থ ছিলেন। ৫২ বছর বয়সি আপ নেতা জানিয়েছেন, তবে তিনি ভেঙে পড়েননি, মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছেন।
দেখুন অন্য খবর: