
হরিয়ানা : কৃষি আইনের (Farmers Law) প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিঁধলেন মেঘালয়ের (Meghalaya) রাজ্যপাল সত্যপাল মালিক (Satya Pal Malik)। রবিবার হরিয়ানার দাদরিতে এক সমাবেশে সত্যপাল বলেন, ‘কৃষি আইন ও আন্দোলন নিয়ে প্রধামন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব ‘উদ্ধত’ (Arrogant) আচরণ করেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে জানাই, অন্তত ৫০০ কৃষকের মৃত্যু হয়েছে। জবাবে মোদি খুব উদ্ধত ভঙ্গিতে বলেন, ‘এই মৃত্যুর জন্য কি আমি দায়ী ? আমি তাঁকে ফের বলি, আপনি তো একটা কুকুর মারা গেলেও শোকবার্তা পাঠান। এখন কেন চুপ ? আপনারই তো দায়, কারণ আপনি দেশের রাজা।’ সত্যপাল ওই জমায়েতে জানান, এই ভাবে অনেক্ষণ তাঁদের দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। পরে প্রধামন্ত্রী এ ব্যাপারে তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে বলেন।
বেশ কয়েক মাস ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমানে তোপ দেগে চলেছেন সত্যপাল মালিক। কৃষি আইনের বিরুদ্ধে এবং কৃষক আন্দোলনের সমর্থনে তিনি বারবার মুখ খুলেছেন। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীনও বিভিন্ন সময়ে সত্যপালের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শেষে কেন্দ্রীয় সরকার তাঁকে মেঘালয়ের রাজ্যপাল করে পাঠান। মেঘালয়ে পাঠানো নিয়েও সত্যপাল তাঁর ক্ষোভ গোপন করেননি। কৃষি আন্দোলন নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘আমি সত্যের পক্ষে কথা বলবই।’ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তিনি মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরও সমালোচনা করে বিজেপি নেতৃত্বের বিরাগভাজন হন মালিক।
আরও পড়ুন : Rakesh Tikait: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইনি: টিকায়েত
রবিবারের ওই জমায়েতে মেঘালয়ের রাজ্যপাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কৃষি আইন নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলি। তিনি আমাকে চিন্তা করতে নিষেধ করেন।’ মালিক জানান, আন্দোলন চলাকালীন কৃষকদের বিরুদ্ধে যে সব মামলা করা হয়, তিনি কেন্দ্রের কাছে সেগুলি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথায় কান দেওয়া হয়নি। সমাবেশে মালিক বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি ভেবে থাকে যে, কৃষক আন্দোলন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে তারা ভুল ভাবছে। কৃষক আন্দোলন শুধু স্থগিত করা হয়েছে, সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। যদি কৃষকদের সঙ্গে ফের অন্যায় হয়, তাহলে আবারও শুরু হবে আন্দোলন।’