শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি হামলা। শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় ভারতীয় জওয়ানদের গুলিতে খতম তিন জঙ্গি। কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিতে জঙ্গিরা আচমকাই ভারতীয় সেনার উপর হামলা চালায়। পাল্টা ভারতীয় জওয়ানরাও গুলি চালায় জঙ্গিদের উপর। সেই গুলিতেই মৃত্যু হয় তিন জঙ্গির। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।
এদিকে কিস্তওয়ারে রাতভর গোলাগুলি চলে। জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে শুক্রবার রাতে কিস্তওয়ারে যৌথ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছিল, কিস্তওয়ারের জঙ্গল এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। তাদের দেখে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ করে জঙ্গিরা। তখনই চার জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ডাইনি সন্দেহে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
এদিকে শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে জম্মু ও কাশ্মীরে ভোটপ্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই ধারাবাহিক হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল জঙ্গিরা।