শ্রীনগর: কাশ্মীরে ফের জঙ্গি (Militants) হামলা৷ আবারও নিশানায় পুলিশ (Police)৷ রবিবার সকালে কাশ্মীর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা৷ তাতে জখম হয়েছে এক পুলিশ কর্মী৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ সেখানে চিকিৎসা চলছে তাঁর৷

রবিবার সকালে মধ্য কাশ্মীরের শ্রীনগরের (Srinagar) খানওয়ার জেলায় হামলাটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, আচমকাই তাদের উপর হামলা করে জঙ্গিরা৷ তাতে জখম হয়েছেন আরশিদ আহমেদ নামে এক পুলিশ কর্মী৷ চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ৷ জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি৷ এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার কথা স্বীকার করেনি৷ তবে মুজাহিদিন বা লস্কর জঙ্গিরা হামলার সঙ্গে জড়িত বলে অনুমান৷