নয়াদিল্লি: প্রয়াত এমএস স্বামীনাথন (M.S. Swaminathan)। তাঁকে ভারতের সবুজ বিপ্লবের (Green Revolution) জনক বলা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। রেখে গেলেন স্ত্রী মিনা ও তিন কন্যা সৌম্যা, মধুরা ও নিত্যাকে। কৃষির (Agriculture) প্রতি তাঁর উদ্ভাবনী দৃষ্টিভঙ্গী তাঁকে আলাদা করে চিনিয়ে দেয়। তাঁর আধুনিক বিজ্ঞান (Modern Science) ভিত্তিক প্রযুক্তির ব্যবহার, একইসঙ্গে স্থানীয় স্তরে পরিস্থিতি ও প্রয়োজন বোঝার ক্ষমতা বহু নিম্ন আয়ের কৃষকের জীবন পরিবর্তন করেছিল। ১৯৬০ ও ৭০-এর দশকে তাঁর কাজ ভারতীয় কৃষি ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিল।যা দেশকে খাদ্য স্বনির্ভর হতে সাহায্য করে। তাঁর অন্যতম সেরা প্রচেষ্টা হল, গম ও ধানের উচ্চ ফলনশীল ভ্যারাইটি চালু করা।
স্বামীনাথনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সময় কৃষিতে তাঁর অভাবনীয় কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। এবং দেশের খাদ্য সুরক্ষাকে নিশ্চিত করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী কৃষিতে তাঁর বৈপ্লবিক অবদান ছাড়াও বিজ্ঞান, গবেষণায় তাঁর অবদানের কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন জমা জলের উপর মশারি খাঁটিয়ে অভিনব বিক্ষোভ
এই কৃষি বিজ্ঞানী দেশ বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮৭ সালে তিনি ফার্স্ট ওয়র্ল্ড ফুড প্রাইজ পান। পুরস্কারের টাকায় তিনি চেন্নাইয়ে এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন গড়ে তোলেন। তিনি ১৯৭১ সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পান। ১৯৮৬ সালে দ্য অ্যালবার্ট আইনস্টাইন ওয়র্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড পান। দেশে তাঁর কাজ ছাড়াও বিশ্বমঞ্চেও তাঁর জনপ্রিয়তা ছিল। বিশ শতকে ২০ জন প্রভাবশালীর অন্যতম বলে টাইম ম্যাগাজিন তাঁকে স্বীকৃতি দিয়েছিল।
আরও খবর দেখুন