কলকাতা: দেশে রেল দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এবার লাইনচ্যুত হয়ে পড়ল মুম্বই থেকে হাওড়াগামী মুম্বই মেলের ১৮টি কামরা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও ১০ জন। মঙ্গলবার ভোর রাত ৩.৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের বড়াবাম্বু গ্রামের কাছে লাইনচ্যুত হয়ে পড়েছিল ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। হাওড়া স্টেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, কাছাকাছির মধ্যে একটি মালগাড়িও লাইনচ্যুত হয়ে পড়েছে। তবে দুটি দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে কি না তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের মুখ পুড়ল বাবা রামদেবের
মুম্বই থেকে নাগপুর ভায়া হয়ে হাওড়াগামী মেল ট্রেনটির ২২টি কামরার মধ্যে লাইনচ্যুত হয়েছে ১৮টি। এর মধ্যে ১৬টিই যাত্রীদের কামরা, একটি বিদ্যুৎশক্তির কামরা এবং একটি প্যান্ট্রি কার।
দুর্ঘটনার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বাতিল হয়েছে তিনটি ট্রেন, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস (২২৮৬১), খড়্গপুর-ধানবাদ এক্সপ্রেস এবং হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দক্ষিণ বিহার এক্সপ্রেসের (১৩২৮৮) রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আসানসোল টাটা মেমু পাস স্পেশ্যাল (০৮১৭৩) আদ্রা স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় রেলের তরফে কিছু এমার্জেন্সি ফোন নম্বর চালু করা হয়েছে।
টাটানগর: 06572290324
চক্রধরপুর: 06587 238072
রাউরকেলা: 06612501072, 06612500244
হাওড়া: 9433357920, 03326382217
রাঁচি: 0651-27-87115
HWH হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920
এসএইচএম হেল্প ডেস্ক: 6295531471, 7595074427
কেজিপি হেল্প ডেস্ক: ০৩২২২-২৯৩৭৬৪
CSMT হেল্পলাইন অটো নম্বর 55993
P&T: 022-22694040
মুম্বাই: 022-22694040
নাগপুর: 7757912790