কলকাতা: পুজো এসে পড়েছে প্রায়। বাংলায় যেমন দুর্গাপুজো, উত্তর ও পশ্চিম ভারতে একই সময় পালিত হয় নবরাত্রি (Navratri)। দেবী দুর্গার আরাধনায় নবরাত্রির সময় বহু জায়গায় গরবা নাচ হয়। বিজেপির (BJP) এক নেতা বলে দিলেন, আয়োজকদের উচিত গরবা নাচের মণ্ডপে ঢুকতে দেওয়ার আগে মানুষজনকে গোমূত্র খাওয়ানো। তাঁর এও দাবি, হিন্দু হলে তার গোমূত্র পানে আপত্তি থাকার কথা নয়।
এই নিদান দেওয়া ব্যক্তিটি হলেন ইন্দোরের (Indore) বিজেপি জেলা সভাপতি চিন্টু বর্মা (Chintu Verma)। তিনি বলেন, “আমি আয়োজকদের অনুরোধ করেছি, গরবা মণ্ডপে ঢুকতে দেওয়ার আগে তাঁরা যেন সবাইকে গোমূত্র দিয়ে আচমন করিয়ে নেন।” কেন তাঁর এই অনুরোধ তা জানতে চাওয়া হলে আরও বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা। তাঁর আশঙ্কা, গরবা মণ্ডপে ‘অন্য’ লোকজন ঢুকে পড়তে পারে, ‘অন্য’ আলোচনার জন্ম দিতে পারে।
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
চিন্টু বর্মা বলেন, “আধার কার্ডে এদিক-ওদিক করা যেতে পারে। যদি কোনও ব্যক্তি হিন্দু হন তাহলে তিনি গোমূত্র দিয়ে আচমন করেই মণ্ডপে ঢুকবেন, আপত্তি করার প্রশ্নই উঠছে না।” বিজেপি নেতার এই বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস (Congress)। তাদের দানি, এটা বিজেপির মেরুকরণের আর এক কৌশল।
মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র নীলাভ শুক্লা বলেন, বিজেপি নেতারা গোমাতা আশ্রয়স্থলের দুর্দশা নিয়ে চুপ, এদিকে অন্য বিষয় নিয়ে রাজনীতি করছে। গোমূত্র দিয়ে আচমন করা বিজেপির ধর্মীয় মেরুকরণের আর এক নতুন কৌশল। শুক্লা এও বলেছেন, আগে বিজেপি নেতারা মণ্ডপে ঢোকার আগে গোমূত্র পান করে মণ্ডপে করুক এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুক।
দেখুন অন্য খবর: