কলকাতা: হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিবাহবিচ্ছেদ কথা জানান তিনি। ওই একই পোস্ট করেছেন হার্দিকও। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। গতকাল সেই সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের চার বছরের সম্পর্কের ইতি টানার কথা জানালেন দুজনেই।
নাতাশা ইনস্টাগ্রামের পোস্টে লেখেন, চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।
আরও পড়ুন: শুক্রবার থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ
২০২০ সালের ৩১ মে আইনি মতে বিয়ে করেরেছিলেন তাঁরা। সেই বছর ৩০ জুলাই জন্ম হয় অগস্ত্যের। পরে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের উৎসব করেন দুজনে।
View this post on Instagram