নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নামে (Mahua Moitra) দিল্লি পুলিশে (Delhi Police) অভিযোগ দায়ের করল জাতীয় মহিলা কমিশন (NCW)। কমিশনের অভিযোগ, তাদের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য করেছেন মহুয়া। এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি দিয়েছে মহিলা কমিশন। তাদের দাবি, তৃণমূল সাংসদের নামে দ্রুত এফআইআর করে আইনি প্রক্রিয়া শুরু হোক।
শুক্রবার এক বিবৃতিতে মহিলা কমিশন জানায়, যথাযথ বিবেচনা করে কমিশন নিশ্চিত হয়েছে যে মহুয়া মৈত্রের মন্তব্য ন্যায়সংহিতা ২০২৩-এর ৭৯ ধারার মধ্যে পড়ে। এইসব অপমানজনক মন্তব্যের দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছে এনসিডব্লু। মন্তব্যের অশালীনতার কথা মাথায় রেখে, বিশেষ করে হাথরসে যাওয়া চেয়ারপার্সনের প্রতি যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং কঠোর আইনি পদক্ষেপ দাবি করে।
আরও পড়ুন: ‘অবকি বার ৪০০ পার’ ব্রিটেনে, বিজেপিকে কটাক্ষ থারুরের
কী এমন বলেছিলেন মহুয়া?
সম্প্রতি হাথরসে ঘটে যাওয়া পদপিষ্ট হওয়ার ঘটনার পর সেখানে গিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সেখানে দেখা যায়, তিনি হাঁটছেন এবং এক ব্যক্তি তাঁর মাথায় ছাতা ধরে চলছেন। প্রশ্ন ওঠে, রেখা কি নিজের ছাতা নিজে ধরতে পারেন না? এর উত্তরে মহুয়া বলে বসেন, রেখা তাঁর বসের পাজামা ধরতে ব্যস্ত তাই ছাতা ধরতে পারছেন না। এই মন্তব্যেই গর্জে উঠেছে মহিলা কমিশন।
কৃষ্ণনগরের সাংসদের প্রতি বিষোদগার করেছে বিজেপিও। তাদের দাবি, তৃণমূলের উচিত মহুয়াকে বরখাস্ত করা। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, মহুয়ার মন্তব্য অত্যন্ত অভদ্র, আপত্তিকর এবং লজ্জাজনক।
দেখুন অন্য খবর: