নয়াদিল্লি: নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় টার্মে ডেপুটি স্পিকারের (Speaker) পদ খালি ছিল, এবার ভরতে চলেছে। কিন্তু সূত্রের খবর, প্রথা ভেঙে ডেপুটি স্পিকার পদেও আসতে চলেছেন এনডিএ (NDA) জোটের কেউ, বিরোধী দল থেকে নয়। এ নিয়ে খুব শিগগিরই ঘোষণা হতে চলেছে। এও শোনা যাচ্ছে, ডেপুটি স্পিকারের পদ নিয়ে শাসক-বিরোধী তরজা বাড়তে চলেছে।
সূত্রের খবর, স্পিকার পদ নিয়ে বিরোধীরা আস্থা নষ্ট করেছে, তাই ডেপুটি স্পিকার নিয়ে কড়া অবস্থান নিতে চলেছে সরকার পক্ষ। কিন্তু এর মধ্যে রয়েছে অন্য সমীকরণ। বিজেপির অবশ্য কর্তব্য চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) এবং নীতীশ কুমারের (Nitish Kumar) মতো জোটসঙ্গীদের খুশি রাখা এবং এই দু’জনেরই স্পিকার পদের উপর পাখির চোখ ছিল। তবে বিজেপি তাঁদের ঠেকিয়ে রাখতে সমর্থ হয়েছে।
আরও পড়ুন: বড় খবর বিহারে, চেয়ার যাবে মুখ্যমন্ত্রী নীতীশের?
নতুন করে জল্পনা, ডেপুটি স্পিকার পদের জন্য ‘ফেভারিট’ নাইডুর তেলুগু দেশম পার্টি (TDP)। অটল বিহারী বাজপেয়ীর সরকারে স্পিকার পদে ছিলেন টিডিপি-র জি এম সি বালাযোগী। আশা করা হচ্ছে তাঁর পুত্র হরিশ বালাযোগী এবার ডেপুটি স্পিকার পদ পেতে পারেন।
হরিশ বালাযোগী ডেপুটি স্পিকার পদে এলে এনডিএ জোটের ‘সংহতি’ হয়তো ধরে রাখতে পারবে, কিন্তু একই সঙ্গে বিরোধী আগুনে ঘি পড়বে। প্রোটেম স্পিকার পদ না পেয়ে এখন ডেপুটি স্পিকার পদকে লক্ষ্য করেছে তারা। প্রথাগতভাবে এই পদ বিরোধীদেরই, কিন্তু এবার অন্যরকম হতে চলেছ বলেই খবর।
দেখুন অন্য খবর: