নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পরিবারে এল নতুন সদস্য। মোদি তার নাম রেখেছেন দীপজ্যোতি। সোশ্যাল মিডিয়ায় খুদে সদস্যকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এই নতুন সদস্য হল এক বাছুর (Calf)। প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের (Lok Kalyan Marg) বাসভবনের একটি গরু বাছুরের জন্ম দিয়েছে। সেই বাছুরের কপালে সাদা তিলকের মতো দাগ রয়েছে, যাকে জ্যোতিচিহ্ন মনে করছেন মোদি, দীপজ্যোতি নামকরণও সেই কারণেই।
আরও পড়ুন: চন্দ্রচূড়ের গণেশ পুজোয় মোদি, ক্ষুণ্ণ হচ্ছে আইনের ভাবমূর্তি!
সোশ্যাল মিডিয়া এক্স-এ ভিডিও পোস্ট করে মোদি লেখেন, “আমাদের শাস্ত্রে বলা হয়, গৌঃ সর্বসুখ প্রদা। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী বাসভবন পরিবারে নতুন সদস্যের আগমন ঘটল। প্রধানমন্ত্রী বাসভবনে প্রিয় গোমাতা এক বাছুরের জন্ম দিয়েছে, যার কপালে জ্যোতিচিহ্ন আছে। আমি তাই এর নাম দিয়েছি দীপজ্যোতি।”
हमारे शास्त्रों में कहा गया है – गाव: सर्वसुख प्रदा:’।
लोक कल्याण मार्ग पर प्रधानमंत्री आवास परिवार में एक नए सदस्य का शुभ आगमन हुआ है।
प्रधानमंत्री आवास में प्रिय गौ माता ने एक नव वत्सा को जन्म दिया है, जिसके मस्तक पर ज्योति का चिह्न है।
इसलिए, मैंने इसका नाम ‘दीपज्योति’… pic.twitter.com/NhAJ4DDq8K
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
ওই ভিডিওয় প্রধানমন্ত্রীকে বাছুরটিকে আদর করতে, চুমু খেতে দেখা গেল, বাগানে একসঙ্গে ঘুরেত দেখা গেল। এমনকী প্রধানমন্ত্রীর কোলে আরামে শুয়ে ছিল সে। সদ্যোজাতর জন্য পুজো করতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে।
প্রসঙ্গত, গত মকর সংক্রান্তির দিন পুঙ্গানুর প্রজাতির (Punganur Breed) গরুকে মোদির খাওয়ানোর একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। পুঙ্গানুর প্রজাতি দক্ষিণ ভারতের, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রায়ালাসীমা অঞ্চলের। এই প্রজাতির গরুর পিঠের কুঁজ খুব ছোট হয়।
দেখুন অন্য খবর: