পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) উপর হামলায় অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হল। পুলিস সূত্রে খবর, ধৃতের মনের রোগের চিকিৎসা (Psychiatric Treatment) হবে। পটনা পুলিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট মানবজিৎ সিং ধিলোন জানিয়েছেন, হামলাকারীকে পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধিলোন আরও জানিয়েছেন, তারা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছেন। হামলাকারী বা তাঁর পরিবারের কারোরই কোনও অপরাধমূলক ইতিহাস নেই। একটি কমিউনিটি হেলথ সেন্টারে প্রথমে ধৃতের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে মেনে রোগের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
রবিবার বখতিয়ারপুরের হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজির মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছিলেন। মঞ্চে উঠে মূর্তিতে মাল্যদান করার সময় পিছন থেকে একজন এসে তাঁকে ধাক্কা দেয়। যে ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
আরও পড়ুন: ‘আমিই তো ওকে মুখ্যমন্ত্রী করেছিলাম’, ৬ বছর পর জেল থেকে বেরিয়েই নীতীশকে আক্রমণ লালুর
ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর দেহরক্ষীরা ধরে ফেলেন। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ধৃত ব্যক্তি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক সমস্যার কারণে তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে আলাদা থাকেন। মুখ্যমন্ত্রী হামলাকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিষেধ করেন।
২০১৮ সালেও বিকাশ সমীক্ষা যাত্রায় নীতীশের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। পাথর ছোড়া হয়েছিল তাঁর কনভয় লক্ষ্য করে। মুখ্যমন্ত্রীর কোনও আঘাত না লাগলেও বেশ কয়েকজন নিরাপত্তা আধিকারিক আহত হয়েছিলেন। এই ঘটনায় ৯৯ জনের নামে এবং ৫০০-৭০০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে পাঁচটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।
সেই বছরই একজন ব্যক্তি নীতীশের মঞ্চের দিকে একটি চপ্পল ছুড়ে মারে। নীতীশ কুমার ও অন্যান্য জেডি(ইউ) নেতারা তখন মঞ্চে বসেছিলেন। চপ্পল মঞ্চে না পৌঁছালেও দলের সমর্থকরা অভিযুক্তকে মারধর করে।