কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শিল্পী (Bharatanatyam dancer) হিন্দু নন। তাই নৃত্য প্রদর্শন করতে পারলেন না নৃত্যশিল্পী মানসিয়া ভিপি (Mansiya V P )। এমনই ধর্ম বৈষম্যের ঘটনা ঘটল ‘ঈশ্বরের আপন দেশ’ কেরলে। বাম শাসিত কেরলে এই ঘটনায় রীতিমত তোলপাড় নেট দুনিয়া।
নৃত্যশিল্পী মানসিয়া ভিপি। জন্মসূত্রে মুসলিম। ধ্যানজ্ঞান নাচ। আপাতত তিনি ভারতনাট্যম নিয়েই গবেষণা করছেন। যাঁকে নিজের নৃত্যশিল্প প্রদর্শন করতে ডাকা হয়েছিল ত্রিচূড়ের কুদালমাণিক্যম মন্দিরে (Koodalmanikyam Temple at Irinjalakuda)। কিন্তু, তিনি যে মুসলমান । এখানেই আপত্তি । সেই কারণেই তাঁকে অনুমতি মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ দেবস্বম বোর্ড।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করেছেন নৃত্যশিল্পী মানসিয়া ভিপি। লিখেছেন, আগামী ২১ এপ্রিল কুদালমাণিক্যম মন্দিরে তাঁর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তিনি হিন্দু নন। তাই অনুষ্ঠান করতে দেওয়া হবে না। অনুষ্ঠানের মঞ্চে কে কত ভাল শিল্পী তাতে জোর দেওয়া হয় না। ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও লেখেন, এই ঘটনা প্রথম নয়। এর আগেও এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তাঁর ধর্মেই ধ্রুপদ নৃত্যের (classical dance forms) তালিম নেওয়া নিয়ে রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। যদিও মানসিয়া হিন্দু এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়ায় শিল্পী এই প্রশ্নও তুলেছেন, তিনি হিন্দুকে বিয়ে করলে সেই সূত্রে তাঁর হিন্দু হওয়ার কথা। কেরলের মত ধর্মনিরপেক্ষ বলা হয় এমন রাজ্যেও ধর্মের কারণে তাঁর শিল্পসত্ত্বাকে বিচার করা হয়েছে ।