কলকাতা: টিফিনে আমিষ খাবার আনায় নার্সারির ছাত্রকে ছাঁটাই করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। ওই ছাত্রের মায়ের রেকর্ড করা এক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে প্রিন্সিপালকে উত্তেজিত স্বরে বলতে শোনা যাচ্ছে, “আমরা এই ধরনের ছাত্রদের শিক্ষা দিতে চাই না যারা মন্দির ভাঙবে, স্কুলে আমিষ খাবার নিয়ে আসবে।”
প্রিন্সিপালের অভিযোগ নার্সারি খুদে পড়ুয়াটি সবাইকে আমিষ (Non-Veg) খাওয়ানোর কথা বলেছিল, অন্যদের ইসলামে ধর্মান্তরিত করার কথা বলেছিল। সে আমিষ খাবার আনার কথা স্বীকার করেছে বলেও দাবি প্রিন্সিপালের, যদিও তা অস্বীকার করেছেন পড়ুয়ার মা। তিনি পাল্টা দাবি করেছেন, সাত বছরের এক শিশু ধর্মান্তঃকরণের কথা বলতেই পারে না। তাতে প্রিন্সিপালের জবাব, শিশুটি বাড়িতে বাবা-মায়ের কাছে এসব শিখেছে।
আরও পড়ুন: শিবাজির মূর্তি ভাঙা নিয়ে মোদিকে জোর কটাক্ষ রাহুলের
প্রিন্সিপাল জানিয়েছেন, নার্সারির পড়ুয়াকে স্কুল থেকে ছাঁটাই করার কারণ অন্য বাচ্চাদের বাবা-মায়েদের অসুবিধে হচ্ছিল। তিনি এও জানান, স্কুলে ছাত্ররা দেশের হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে তর্ক করে। এই দাবিও মানতে চাননি শিশুটির অভিভাবক। তিনি উল্টে তাঁর ছেলেকে আঘাত করার অভিযোগ করেছেন অন্য এক পড়ুয়ার নামে। তা নিয়ে প্রিন্সিপাল বলছেন, পাল্টা অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওই মহিলা।
প্রায় সাত মিনিটের এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন। আমরোহা পুলিশ (Amroha Police) জানিয়েছে, স্কুলের জেলা ইনস্পেক্টর কাজে নেমে পড়েছেন। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাঁরা ঘটনার সত্যাসত্য যাচাই করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।
দেখুন অন্য খবর: