নয়াদিল্লি: ‘বিটা’, ‘ডেল্টা’-র পর এখন বিশ্বে নতুন আতঙ্কের নাম ‘ওমিক্রন’ (Omicron)। ১৫ বার মিউটেশনে সক্ষম করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট (Omicron India) ইতিমধ্যে বিশ্বে বহু দেশে থাবা বসিয়েছে। ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ (Covid19) আচমকা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে (Omicron India) সতর্ক করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন রাজেশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জেলাস্তরে ওমিক্রন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কনটেনমেন্ট জোন তৈরি, হাসপাতালের পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি হলে কিংবা অক্সিজেন যুক্ত বেডের ৪০ শতাংশ ভর্তি হয়ে গেলে কড়া পদক্ষেপের পথা হাঁটতে হবে জেলা প্রশাসনকে। সংক্রমণ ঠেকাতে স্থানীয় ভাবে বিধিনিষেধ আরোপ করতে হবে।
ওমিক্রন নিয়ে রাজ্য সরকারগুলি বেশি তৎপরতা দেখালেও কেন্দ্রের বক্তব্য, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও অবহেলা করলে চলবে না। দেশের নানা প্রান্তে এই ভ্যারিয়েন্ট রয়েই গিয়েছে। এ দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালাতে হবে। জনবহুল এলাকাগুলিতে ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘ঝুঁকিপূর্ণ দেশ’ থেকে আসা বিমানযাত্রীদের প্রতি কড়া নজর রাখতে হবে। এয়ার সুবিধা পোর্টাল থেকে তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন রাজ্যের আধিকারিকরা। করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পজিটিভ ব্যক্তির হদিস মেলার সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে রাখতে হবে। তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়াও টিকাকরণ কর্মসূচির গতিও বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
.@MoHFW_INDIA writes letter to states regarding measures that need to be taken in view of initial signs of surge in cases of COVID19 as well as increased detection of the Variant of Concern (VoC), Omicron in different parts of the country. pic.twitter.com/jAQdS9xVJ5
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) December 21, 2021
স্বাস্থ্যসচিব নির্দেশ দিয়েছেন জাতীয় হারের চেয়ে যে সমস্ত জেলার ভ্যাকসিনেশন রেট কম, সেই জেলাগুলির ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। টিকার দুটি ডোজের মধ্যে নির্ধারিত সময়সীমা মাথায় রেখে দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। হাসপাতালের বেড, অক্সিজেনের দিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে নাইট কার্ফু, বিবাহ সহ সমস্ত সামাজিক অনুষ্ঠানে জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।