নয়াদিল্লি: বুধবার এক দেশ এক নির্বাচনের প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। এবার একসঙ্গেই হতে পারে লোকসভা-বিধানসভা নির্বাচন। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয়। আগামী সংসদের শীতকালীন অধীবেশনে এই প্রস্তাবনা পেশ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
এক দেশ এক নির্বাচন কার্যকরের দিশানির্দেশিকা খুঁজতে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়েছিল কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগেই গত ১৪ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে এক সঙ্গে লোকসভা এবং দেশের সব বিধানসভার নির্বাচন করানোর সুপারিশ করে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার রিপোর্টটি জমা দিয়েছিল কোবিন্দ কমিটি।
আরও পড়ুন: সন্ধে ৬টায় মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠকের সম্ভাবনা