নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচনের (One Nation One Election) প্রস্তাব অনুমোদন করল নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভা। দেশজুড়ে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সপক্ষে অনেকদিন ধরেই সওয়াল করে আসছে শাসকদল বিজেপি। তা বাস্তবায়িত করার পথে আর এক পদক্ষেপ করল তারা। বুধবার এক দেশ এক নির্বাচন নিয়ে উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল মন্ত্রিসভায়। জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করবে বিজেপি (BJP)।
১৮,৬২৬ পাতার এই রিপোর্ট এ বছর মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) কাছে জমা দিয়েছিল উচ্চপর্যায়ের কমিটি। এই কমিটির নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রের বহু গুরুত্বপূর্ণ সংগঠন এবং ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: প্রবীণ দম্পতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী দুর্নীতির মামলা খারিজ রাজস্থান হাইকোর্টে
রিপোর্ট বলছে, ৪৭টি রাজনৈতিক দল মতামত দিয়েছিল। তাদের মধ্যে ৩২টি দল একসঙ্গ নির্বাচন করানোর পক্ষে। সেই সঙ্গে জনসাধারণের প্রতি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া নোটিসে প্রতিক্রিয়া দিয়েছেন ২১,৫৫৮ জন। এঁদের মধ্যে ৮০ শতাংশ এক দেশ এক নির্বাচনের পক্ষে বলে জানিয়েছে ওই রিপোর্ট।
এছাড়াও আইনজ্ঞ যেমন সুপ্রিম কোর্টের চারজন প্রাক্তন প্রধান বিচারপতি, দেশের বড় বড় ১২টি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং নির্বাচন কমিশনের চার প্রাক্তন প্রধানের মতামত নেওয়া হয়েছিল। মতামত জানা হয়েছিল নির্বাচন কমিশনেরও। এছাড়া কনফেডারশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII), ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) এবং অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ASSOCHAM) মতো শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে।
দেখুন অন্য খবর: