নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) শীঘ্রই হবে ধর্মস্থান সুরক্ষা আইনের বৈধতার শুনানি। তার জন্য গঠন করা হল প্রধান বিচারপতি (Chief Justice) সহ তিন সদস্যের বেঞ্চ। ধর্মস্থান বা উপাসনালয় সুরক্ষা আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশের উপাসনালয়গুলি যে অবস্থায় ছিল, সেখানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া গুচ্ছ মামলায় ২০২১ সালের মার্চে সুপ্রিম কোর্ট কেন্দ্রের বক্তব্য জানতে চায়। তা এখনও জমা পড়েনি। এই অবস্থায় মামলাগুলির শুনানির জন্য প্রধান বিচারপতি সহ তিন সদস্যের ডিভিশন বেঞ্চ গঠন। ১২ ডিসেম্বর মামলার শুনানি।
আরও পড়ুন: ভারতের বিদেশ সচিব ঢাকা যাবেন সোমবার
১৯৯১ সালে কংগ্রেস সরকারের আমলে চালু করা হয় প্লেসেস অফ ওয়ারশিপ (স্পেশাল প্রভিশনস) আইন। এই আইন অনুযায়ী বিতর্কিত উপাসনালয়গুলির পরিবর্তন যেমন করা যাবে না, তেমনি সেগুলি নিয়ে মামলাও করা যাবে না। সেই সূত্রেই মামলাকারী এক পক্ষের দাবি, ঐতিহাসিক অন্যায়ের প্রতিবিধান কেন চাওয়া যাবে না? ২০২০ সালে দায়ের হওয়া এই মামলারগুলির ৫ ডিসেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়াভাবে তা পিছিয়ে ১২ ডিসেম্বর হয়েছে।
দেখুন অন্য খবর: