নয়াদিল্লি: আজ ২৫ জুন কংগ্রেস সরকারের দেশে জরুরি অবস্থা (Emergency) ঘোষণার ৫০ বছর পূর্তি। অর্ধ-শতাব্দী পুরনো এই ইস্যু নিয়ে কংগ্রেসকে (Congress) তুমুল আক্রমণ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) সহ হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী বলে দিলেন, যারা জরুরি অবস্থা জারি করেছিল তাদের সংবিধানের প্রতি ভালোবাসা দেখানো সাজে না।
এদিন সকাল থেকে একের পর এক টুইট করে চলেছেন মোদি। তিনি লেখেন, যারা জরুরি অবস্থা জারি করেছিল তাদের সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর কোনও অধিকার নেই। এরা সেই একই লোক যারা অসংখ্যবার ৩৫৬ ধারা জারি করে, বিল এনে সংবাদমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে, সংবিধানের সমস্ত কিছু লঙ্ঘন করে।
আরও পড়ুন: পাঁচ মাসের মধ্যেই অযোধ্যার রামমন্দিরে বড় বিপর্যয়!
এই টুইটের নীচেই আরও দুটি ‘রিপ্লাই’ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, স্রেফ ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন কংগ্রেস সরকার সমস্ত গণতান্ত্রিক নীতি অসম্মান করে এবং দেশকে কারাগার বানিয়ে দেয়। যাঁরাই কংগ্রেসের বিরোধিতা করেছিল, তাদের অত্যাচার এবং হেনস্থা করা হয়েছিল। মোদি আরও লেখেন, আজকের দিনে আমরা সেই সমস্ত মহান পুরুষ এবং মহিলাদের শ্রদ্ধা জানাই যাঁরা জরুরি অবস্থার প্রতিরোধ করেছিলেন। জরুরি অবস্থার কালো দিন আমাদের মনে করায়, কংগ্রেস দল কীভাবে মৌলিক স্বাধীনতা ধ্বংস করেছিল, দেশের মানুষ যাকে শ্রদ্ধা করে সেই সংবিধানকে পদদলিত করেছিল।
জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে বিজেপির এই আক্রমণ সুপরিকল্পিত তা বলাই বাহুল্য। কারণ শুধু মোদি নয়, একই ইস্যুতে আজ সকালে টুইট করেছেন অমিত শাহ, জে পি নাড্ডা (JP Nadda) এবং রাজনাথ সিং (Rajnath Singh)।
দেখুন অন্য খবর: