নয়াদিল্লি: গান্ধী (Mahatma Gandhi) জয়ন্তীতে মহাত্মার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ, সোমবার দিল্লির রাজঘাটে (Rajghat) মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী। সারা বিশ্বের মানুষকে একতা ও সহানুভূতি প্রচারে অনুপ্রাণিত করে।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, গান্ধী জয়ন্তীর বিশেষ উপলক্ষ্যে আমি মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই। তাঁর নিরন্তর শিক্ষা আমাদের পথকে আলো করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী। সমগ্র মানবজাতিকে, ঐক্য ও সহানুভূতির চেতনাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণের জন্য কাজ করি। তাঁর চিন্তাভাবনা প্রতিটি যুবককে সেই পরিবর্তনের এজেন্ট হতে সক্ষম করে যা তিনি স্বপ্ন দেখেছিলেন। সর্বত্র ঐক্য ও সম্প্রীতিকে উৎসাহিত করে।
আরও পড়ুন: ঝাড়খণ্ডের জল ছাড়া নিয়ে নবান্নে জরুরি বৈঠক
এদিন সব মহল থেকে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) জানিয়েছেন, মহাত্মা গান্ধীর আদর্শ চিরকালের এবং সর্বদা বিশ্বের জন্য প্রাসঙ্গিক। তিনি দেশের কল্যাণে তাঁর মূল্যবোধ ও শিক্ষা অনুসরণ করার জন্য জনগণকে আহ্বান জানান। সত্য ও অহিংসার গান্ধীজির আদর্শ বিশ্বের জন্য একটি নতুন পথ প্রশস্ত করেছে। গান্ধীজী সারাজীবন শুধু অহিংসার জন্যই লড়াই করেননি। বরং তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা, নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং কৃষকদের অধিকারের জন্যও লড়াই এবং সংগ্রাম করেছেন। অস্পৃশ্যতা, সামাজিক বৈষম্য এবং অশিক্ষার বিরুদ্ধে কাজ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, জাতির পিতা মহাত্মা গান্ধীর চিন্তা ও আদর্শ সমগ্র বিশ্বকে সত্য, অহিংসা ও শান্তির পথে চলতে অনুপ্রাণিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতিষ্ঠাতা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। সত্য অহিংসা শান্তি এবং সাম্যের মতো তাঁর ধারণা আজ চ্যালেঞ্জ করা হচ্ছে। কিন্তু আমরা বাপুর শেখানো মূল্যবোধগুলি অনুসরণ করে এর বিরুদ্ধে লড়াই করছি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই অনুষ্ঠানটি স্মরণ করতে মহাত্মাকে একটি উজ্জ্বল শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,সত্য, অহিংসা এবং সম্প্রীতির পথ, ভারতকে একত্রিত করার পথ মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন। বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত অভিবাদন। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।
আরও খবর দেখুন