নয়াদিল্লি: আইনি অনুমোদন ছাড়া কারও স্থাবর সম্পত্তির দখল নিতে পারে না পুলিশ (Police)। তা করা কার্যত আইনহীনতার প্রতিচ্ছবি বলে অভিমত প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি আবেদন সূত্রে কোনও সম্পত্তির চাবির দখল নেওয়ার অভিযোগে পুলিশি পদক্ষেপ খারিজ হল সুপ্রিম কোর্টে।
এই মামলায় বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি সন্দীপ মেহতার রায়, পুলিশের এমন পদক্ষেপ আইনি ব্যবস্থা না থাকার প্রতিচ্ছবি তুলে ধরে। কোনও পরিস্থিতিতেই পুলিশ কোনও স্থাবর সম্পত্তির দখল নিতে পারে না। কারণ এমন পদক্ষেপ বা প্রক্রিয়ার কোনও আইনি অনুমোদন নেই।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পর প্রথম দীপাবলি, প্রস্তুতি তুঙ্গে!
এক্ষেত্রে মূল অভিযোগকারীর বাড়িতে অভিযুক্ত তথা পুলিশের কাছে আবেদনকারী বেআইনিভাবে ঢুকে এমন ভাবে পাঁচিল তুলে দেয় যে, অভিযোগকারীর ঢোকার পথ বন্ধ হয়। পুলিশ অভিযুক্তের খরচায় সেই পাঁচিল ভেঙে দেওয়ার শর্তে হাইকোর্ট অভিযুক্তকে জামিন দেয়। সেই কাজ শেষ হলে অভিযোগকারীর হাতে বাড়ির চাবি তুলে দিতে পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায় সমালোচিত হল সুপ্রিম কোর্টে। পাঁচিল ভাঙার শর্তে জামিন প্রদান এবং চাবি হস্তান্তরের দুটি নির্দেশেই সমালোচিত। সেই সূত্রে জামিন খারিজ।
দেখুন অন্য খবর: