নয়াদিল্লি: বিআর চোপড়ার পৌরাণিক মেগা হিন্দি ধারাবাহিক ‘মহাভারত’ (Mahabharat)-এর ‘ভীম’ (Bheem in Mahabharata) চরিত্র রাতারাতি তাঁকে অভিনেতা হিসেবে পরিচিতি দিয়েছিল। সেই প্রবীণ কুমার সোবতী (Praveen Kumar Sobti) ওরফে ‘ভীম’-এর জীবনাবসান হল। বয়স হয়েছিল ৭৪ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে দিল্লির অশোক বিহারের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে।
প্রবীণের পরিবার সূত্রে খবর, অভিনেতার বুকে সংক্রমণ ছিল। দীর্ঘদিন ধরে তিনি ক্রনিক চেস্ট ইনফেকশনে ভুগছিলেন। সোমবার রাতে শারীরিক অস্বস্তি বোধ করলে, বাড়িতে ডাক্তার ডাকা হয়েছিল। রাত ১০ থেকে সাড়ে ১০টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। স্ত্রী-কন্যা ছাড়াও দুই ভাই ও এক বোনকে রেখে গিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
বিআর চোপড়ার মহাভারতের ‘ভীম’ চরিত্র তাঁকে পরিচিতি দিলেও, একাধিক বলিউড ছবিতে পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে তাঁকে দেখা গিয়েছে। কখনও গুন্ডা, কখনও দেহরক্ষী আবারও কখনও পরিচারকের ভূমিকায় অভিনয় করেছেন প্রবীণ কুমার সোবতী। বিশালাকায় গড়নের কারণে নজর কাড়তেন আদতে পঞ্জাবি এই অভিনেতা।
আরও পড়ুন চলে গেলেন ‘ভীম’
সাড়ে ৬ ফুট উচ্চতার প্রবীণ মূলত ছিলেন একজন সফল ক্রীড়াবিদ। ডিসকাস ও হ্যামার থ্রোয়ার হিসেবে এশিয়ান গেমস থেকে চারটি পদকও এনেছেন। এর মধ্যে দু’টি সোনার পদকও রয়েছে। ১৯৬৬-র কমনওয়েলথ গেমস থেকেও ভারতকে রুপোর পদক এনে দিয়েছেন। ১৯৬৮ ও ১৯৭২-এর অলিম্পিক্স গেমসে ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন। পেয়েছেন অর্জুন পুরস্কার। বিএসএফের ডেপুটি কমাড্যান্ট পদে চাকরিও করেছেন।
১৯৭০-এর দশকে ক্রীড়া দুনিয়ে থেকে সম্পূর্ণ সরে এসে, পা বাড়ান বলিউডে। অমিতাভ বচ্চনের ‘শাহেনশাহ’ ছবিতে ‘মুখতার সিং’ চরিত্রে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। রক্ষা, জবরদস্ত, সিংহাসন, যুদ্ধ, করিশমা কুদরত কা, লোহা, মহব্বত কে দুশমন, ইলাকা-সহ বহু ছবিতে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু বিআর চোপড়ার পৌরাণিক ধারাবাহিক ‘মহাভারত’ই তাঁকে পরিচিতি এনে দেয়। ভীম ও প্রবীণ কুমার সোবতী সমার্থক হয়ে উঠেছিল।
আরও পড়ুন Shah Rukh Khan: শাহরুখের ‘ফু’ দেওয়ার অর্থ মুক্তির পথ দেখানো, বলছে ইসলাম ধর্ম, পাশে দাঁড়ালেন তসলিমাও
শেষ জীবনে রাজনীতিতে আসারও চেষ্টা করেছিলেন প্রবীণ। ২০১৩ সালে আম আদমি পার্টির টিকিটে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্ত জিততে পারেননি। এর পর শিবির বদলে বিজেপিতে যোগ দেন।