নয়াদিল্লি: সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তিনি জানান, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত করা এবং দোষীদের শাস্তি দিতে সম্পূর্ণ দায়বদ্ধ সরকার। সংসদে (Parliament) রাষ্ট্রপতি যখন এই কথা বলছেন, বিরোধীদের বেঞ্চ থেকে ভেসে এল ‘নিট’ ‘নিট’ চিৎকারের শব্দ।
আরও পড়ুন: চন্দ্রযান-৪, ভারতীয় মহাকাশ স্টেশনের পরিকল্পনা তৈরি: ইসরো
সংসদের যৌথ অধিবেশনের ভাষণে মুর্মু এদিন বলেন, “সরকারি পরীক্ষা এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং পবিত্রতা রক্ষা অত্যাবশ্যক। সরকার ন্যায্য তদন্ত করতে এবং সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে দায়বদ্ধ।” রাষ্টড়পতি এও বলেছেন, এই ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট রাজনীতির ঊর্ধ্বে ওঠা প্রয়োজন।
দেখুন অন্য খবর: