নয়াদিল্লি: উত্তরবঙ্গে ব্রেল দুর্ঘটনায় নরেন্দ্র মোদির সরকারকে (Narendra Modi Government) আক্রমণ করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি সাফ বলেছেন, এই দুর্ঘটনা কেন্দ্রীয় সরকারের গাফিলতি এবং উপেক্ষার ফল। পাল্টা দিতে আসরে নেমে পড়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), তাঁর দাবি বিরোধীরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে।
দুপুর ২টোর দিকে টুইট করে রাহুল বলেন, “পশ্চিমবঙ্গে কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় অনেকেরই মৃত্যু হয়েছে। সমস্ত শোকাহত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থ হওয়ার আশা রাখছি। সরকারে কাছে আবেদন জানাই যাতে দুর্ঘটনাগ্রস্ত ও তাঁদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয়।” কংগ্রেস কর্মীদের অনুরোধ করছি, তাঁরা যেন উদ্ধারকাজে সর্বতোভাবে সাহায্য করেন।”
আরও পড়ুন: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের
पश्चिम बंगाल में कंचनजंगा एक्सप्रेस के दुर्घटनाग्रस्त होने से कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
सभी शोकाकुल परिजनों को मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के शीघ्र से शीघ्र स्वस्थ होने की आशा करता हूं। सरकार को सभी पीड़ितों या उनके परिवारों को तुरंत पूरा…
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2024
এরপরেই কেন্দ্রকে বিঁধে রাহুল বলেন, “বিগত ১০ বছরে রেল দুর্ঘটনা মোদি সরকারের গাফিলতি এবং উপেক্ষার ফল, এর জন্য যাত্রীদের জান-মালের ক্ষতি হচ্ছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবতারই এক উদাহরণ, এক দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা এই ভয়াবহ উপেক্ষা নিয়ে প্রশ্ন করতে থাকব এবং মোদি সরকারকে এইসব দুর্ঘটনা নিয়ে জবাব দিইয়ে ছাড়ব।”
এদিকে বালুরঘাটের জয়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, “বিরোধীরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছেন। এই রেলমন্ত্রীর (অশ্বিনী বৈষ্ণব) আমলে অনেক উন্নতিও হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।” এদিকে ভারতীয় রেলের তরফে প্রাথমিকভাবে মালগাড়ির চালককে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তিনি সিগন্যাল না বানাতেই এত বড় দুর্ঘটনা বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে।
দেখুন অন্য খবর: