Tuesday, July 8, 2025
HomeCurrent NewsRahul Gandhi: ৪৪ বছরে পিএফের সুদের হার সর্বনিম্ন, রাহুলের কটাক্ষ, সমালোচনায় মুখর...

Rahul Gandhi: ৪৪ বছরে পিএফের সুদের হার সর্বনিম্ন, রাহুলের কটাক্ষ, সমালোচনায় মুখর বিরোধীরা

Follow Us :

নয়াদিল্লি: পিএফের সুদের হার কমানো নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। শনিবার এক টুইটে রাহুলের কটাক্ষ, বাড়ির ঠিকানা লোক কল্যাণ মার্গ রাখলেই লোকের কল্যাণ হয় না। মোদি সরকার ইপিএফের সুদ কমানোয় সিলমোহর দিয়ে ‘দাম বাড়াও, আয় কমাও’ নামে নতুন মডেল চালু করেছে। তাঁর আরও বক্তব্য, দেশের প্রায় সাড়ে ৬ কোটি মানুষের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে সিপিএম, তৃণমূলের মতো অন্য বিরোধী দলগুলিও।

গত ৪৪ বছরের মধ্যে এই প্রথম সুদের হার সর্বনিম্ন হল। বিভিন্ন কর্মী সংগঠন সুদের হার কমানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছিল আগেই। কিন্তু সেই দাবি উপেক্ষা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার উপরে ৮.১ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে শুক্রবার। পিএফ দফতর বিজ্ঞপ্তি দিয়ে এই হারে সুদের কথা জানিয়েছে। গত অর্থবর্ষেও সুদের হার একই ছিল।

করোনার ধাক্কা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, রান্নার গ্যাস-সহ পেট্রল ডিজেলের দামবৃদ্ধির ফলে আমজনতার দৈনন্দিন জীবন যখন বিপর্যয়ের মুখে তখন সুদ কমানোর সিদ্ধান্তে সারা দেশেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুদের হার সর্বনিম্ন হওয়ায় প্রায় ৬ কোটি সদস্য ও তাঁদের পরিবার সমস্যায় পড়বে। বিরোধী রাজনৈতিক দল এবং শ্রমিক সংগঠনগুলি এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। সমস্ত শ্রমিক সংগঠনই মোদি সরকারকে পিএফের সুদ কমানোর সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

আরও পড়ুন: Byelection 2022: ‘বিদ্রোহী’ আশিসের বরদৌলি থেকে প্রার্থী মানিক, চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা বিজেপি

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39