হাথরস: হাথরসে (Hathras) ধর্মীয় সমাগমে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। হাথরসে যাওয়ার আগে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আলিগড়ের কিছু পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। সংসদে এই ইস্যু নিয়ে মুখ খুলবেন বলে জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।
ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সঙ্গে দেখা করা পর রাহুল বলেন, “আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই না, তবে প্রশাসনের তরফে গাফিলতি হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যতটা বেশি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া উচিত কারণ এঁরা দরিদ্র পরিবারের। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করছি মন খুলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য।”
আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফের হেমন্ত সোরেন
প্রসঙ্গত, হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছিল, আহত আরও ৩৫ জন। বৃহস্পতিবার ঘটনায় ছয়জন গ্রেফতার হয়েছে, জানিয়েছিল উত্তরপ্রদেশের পুলিশ (UP Police)। তারা প্রত্যেকেই সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য। আলিগড়ের ইনস্পেক্টর জেনারেল সলভ মাথুর বলেন, “ছয়জন, তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন মহিলা গ্রেফতার হয়েছে। তারা সবাই আয়োজক কমিটির সদস্য এবং ‘সেবাদাস’ হিসেবে কাজ করত।”
बहुत परिवारों को नुकसान हुआ है, वे दुखी हैं.
पीड़ित परिवारों ने कहा कि प्रशासन की कमी थी.
कार्यक्रम में जिस हिसाब का पुलिस बंदोबस्त होना चाहिए था, वो नहीं था.
इन परिवारों को सही मुआवजा दिया जाए.
: नेता विपक्ष श्री @RahulGandhi pic.twitter.com/G0tTYKH1tj
— Congress (@INCIndia) July 5, 2024
পুলিশ এও জানিয়েছে, এফআইআর-এ মূল অভিযুক্ত ‘মুখ্য সেবাদার’ দেবপ্রকাশ মধুকর। তার সম্পর্কে কোনও খবর দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। মধুকরের জন্য জামিন অযোগ্য পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। এদিকে এফআইআর-এ নাম নেই স্বয়ং ‘ভোলেবাবা’ নারায়ণ সাকার হরির (Narayan Sakar Hari)। তবে তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ভোলেবাবার অতীতের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। যে সব শহরে তাঁর অপরাধের রেকর্ড থাকতে পারে সেখানে তদন্তকারী দল পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর: